Sponser

“এ্যা‌ম্বিয়ান্স” ৭২০ ঘন্টা দৈ‌র্ঘ্যের সি‌নেমা!

রিভিউ
UPDATED: May 19, 2018

“এ্যা‌ম্বিয়ান্স” ৭২০ ঘন্টা দৈ‌র্ঘ্যের সি‌নেমা!

সুই‌ডিশ প‌রিচালক এন্ডার্স ওয়েবা‌র্গের পরীক্ষামূলক সি‌নেমা এ্যা‌ম্বিয়ান্স। ২০২০ সা‌লের ৩১ ডি‌সেম্বর রি‌লি‌জের তা‌রিখ ঠিক হওয়া এই সি‌নেমা‌টির দৈর্ঘ্য ৭২০ ঘন্টা বা ৩০ দিন, যা বিশ্বব্যা‌পি রি‌লিজ দেয়া হ‌বে! সি‌নেমা‌টির প্রথম প্রদর্শনী শেষ হ‌তেই প‌রিচালক এর অ‌রি‌জিনাল ক‌পি‌টি নষ্ট ক‌রে ফেল‌বেন, এটা হ‌বে তার ভাষায়, “the longest film made that does not exist” ! তি‌নি অারও ব‌লেন, এটিই তার প‌রিচা‌লিত সর্ব‌শেষ সি‌নেমা। ও‌য়েবার্গ ব‌লেন, ২০১৬ সা‌লে তি‌নি সি‌নেমা‌টির ৪০০ ঘন্টার কাজ সে‌রে‌ছেন। এ পর্যন্ত এর দু‌টি ট্রেলার রি‌লিজ পে‌য়ে‌ছে। ৭২ মি‌নি‌টের প্রথম ট্রেলার‌টি বের হ‌য়ে‌ছি‌লো ২০১৪তে, এবং ৭ ঘন্টা ২০ মি‌নি‌টের দ্বিতীয় ট্রেলার‌টি বে‌রি‌য়ে‌ছে ২০১৬ সা‌লে। প‌রিচালক জা‌নি‌য়ে‌ছেন, ২০১৮ সা‌লে ৭২ ঘন্টার অারও এক‌টি ট্রেলার মু‌ক্তি পা‌বে। দ্বিতীয় ট্রেলার‌টি ছি‌লো এক টে‌কে শ্যুট করা এবং কোন এডি‌টিং ছাড়া, যেটা ২০১৬ এর ২০ জুলাই ইন্টার‌নেট থে‌কে স‌রি‌য়ে নেয়া হ‌য়ে‌ছে। প‌রিচাল‌কের ম‌তে, এ্যা‌ম্বিয়ান্স হ‌লো ক্লা‌সিক সি‌নেমাগু‌লোর রি‌মে‌কের বিরু‌দ্ধে তার এক‌টি প্র‌তিবাদ। . . . . . .

তথ্যসূত্র: উইকি‌পি‌ডিয়া

জান্নাত হোসাইন

Recommended For You

Leave a Reply

Your email address will not be published.