Sponser

বিশ্বকাপের সাতকাহন!

বিনোদন
PUBLISHED: June 10, 2018

 ফিফা ওয়ার্ল্ডকাপ, সং‌ক্ষে‌পে “ওয়ার্ল্ডকাপ” বা বিশ্বকাপ না‌মে অত্যা‌ধিক প্রচ‌লিত ও প‌রি‌চিত। ১৯৩০ সা‌লে প্র‌তিষ্ঠা লা‌ভের পর থে‌কে প্র‌তি চার বছর অন্তর এটি অনু‌ষ্ঠিত হ‌য়ে অাস‌ছে বিশ্বব্য‌পি। যেন কোন মহা উৎস‌বের মত! শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সম‌য়ে ১৯৪২ ও ১৯৪৬ এর ওয়ার্ল্ডকাপ অনুষ্ঠা‌নে ভাটা প‌ড়ে। বর্তমা‌নে এর চ্য‌ম্পিয়ন জার্মানী, ব্রা‌জি‌লে ২০১৪ সা‌লে তারা চতুর্থবা‌রের মত এ শি‌রোপা জে‌তে। ওয়ার্ল্ডকা‌পের কিছু তথ্য সং‌ক্ষেপ: ফিফা বিশ্বকাপ ১৯৩০ সা‌লে যাত্রা শুরু ক‌রে। বিশ্বব্য‌পি ২১১ টি দ‌লের ম‌ধ্যে থে‌কে ৩২ টি দল এতে অংশগ্রহ‌নের সু‌যোগ পায়। সব‌চে‌য়ে বেশ‌ি সংখ্যকবার শি‌রোপা‌টি জি‌তে‌ছে ব্রা‌জিল। মোট ৫ বার। তিন বছর ধ‌রে বি‌শ্বের বি‌ভিন্ন দ‌লের ম‌ধ্যে থে‌কে বাছাই পর্ব অনু‌ষ্ঠিত হ‌য়ে ৩২ টি দল নির্বা‌চিত বা কোয়া‌লিফাইড হয় ফিফ‌া বিশ্বকাপে অংশ নেয়ার জন্য। ৩২ টি দে‌শের ম‌ধ্যে যে দেশ বিশ্বকা‌পের অাসর সাজা‌বে, তা‌কে সরাস‌রি কোন বাছাইপর্ব ছাড়াই অংশগ্রহ‌নের সু‌যোগ দেয়া হয়। স্বাগতমকারী দে‌শের বি‌ভিন্ন ভ্যানু‌তে একমাস ব্য‌পি এই খেলা অনু‌ষ্ঠিত হয়। এ পর্যন্ত ২০ টি বিশ্বকাপ টুর্না‌মেন্ট মোট অাট‌টি দে‌শের দল জি‌তে নি‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ব্রা‌জিল জি‌তে‌ছে পাঁচ বার, এবং তারাই একমাত্র দল যারা শুরু থে‌কে প্র‌তি‌টি টুর্না‌মেন্ট খে‌লে অাস‌ছে। জার্মানী অার ইতালীর র‌য়ে‌ছে চার‌টি ক‌রে শি‌রোপা। অা‌র্জে‌ন্টিনা ও উরুগু‌য়ে জি‌তে‌ছে প্র‌ত্যে‌কে দু’বার ক‌রে। এবং ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন প্র‌ত্যে‌কের হ‌য়ে‌ছে এক‌টি ক‌রে শি‌রোপা জেতার সু‌যোগ। ফিফ‌া বিশ্বকাপ হ‌লো বি‌শ্বের সব‌চে‌য়ে মর্যাদাপূর্ণ ও বিশ্বব্য‌পি সব‌চে‌য়ে বে‌শি ভক্ত ও দর্শক‌দের অা‌মো‌দিত করা ফুটবল টুর্না‌মেন্ট। এর জন‌প্রিয়তা অ‌লি‌ম্পিক সহ অন্যান্য গেমস থে‌কে অ‌নেক অ‌নেক বে‌শি। ২০০৬ সা‌লের ফিফ‌া বিশ্বকা‌পের মোট ম্যা‌চের দর্শক সংখ্যা ছি‌লো ২৬.২৯ বি‌লিয়ন এবং ৭১৫.১ মি‌লিয়ন দর্শক ছি‌লো ফাইনাল ম্যা‌চের। বি‌শ্বের প্রথম অান্তর্জা‌তিক ফুটবল ম্যাচ ছি‌লো গ্লাস‌গো‌তে ১৮৭২ স‌নে, স্কটল্যান্ড ও ইংল্যা‌ন্ডের ম‌ধ্যে। ম্যাচটি 0 – 0 তে ড্র হ‌য়ে‌ছি‌লো। ১৯০৮ এর গ্রী‌ষ্মে অ‌লি‌ম্পি‌কে ফুটবল খেলা‌কে অ‌ফি‌সিয়া‌লি এক‌টি ক‌ম্পি‌টিশন ধরা হয়। বি‌শ্বের প্রথম দু‌টি বিশ্বকাপ ম্যাচ অনু‌ষ্ঠিত হয় ১৯৩০ এর ১৩ জুলাই। বিজয়ী ছি‌লো ফ্রান্স অার যুক্তরাষ্ট্র। যারা যথাক্র‌মে মে‌ক্সি‌কোকে ৪-১ অার বেল‌জিয়াম‌কে ৩-০ তে হা‌রি‌য়ে‌ছি‌লো। ওয়ার্ল্ডকাপ ইতিহা‌সের প্রথম গোল‌টি ক‌রেন ফ্রা‌ন্সের লু‌সিয়ান ল‌রেন্ট। প্রথম ফাইনা‌লে উরুগু‌য়ে অা‌র্জে‌ন্টিনা‌কে ৪-২ গো‌লে হারায় ৯৩,০০০ দর্শক‌দের সাম‌নে। এবং এভা‌বে তারাই হয় শি‌রোপাজয়ী সর্বপ্রথম দল। এছাড়াও প্রথম ম‌হিলা ফিফা বিশ্বকাপ অনু‌ষ্ঠিত হয় চী‌নে ১৯৯১ সা‌লে। ম‌হিলা‌দের টুর্না‌মেন্ট পুরুষ‌দের তুলনায় বেশ নবীন ও কম প্রচা‌রিত হ‌লেও এর ব্য‌প্তি দিন দিন বাড়‌ছে। ২০০৭ সা‌লে এর বাছাইপ‌র্বে অংশ নেয়া দ‌লের সংখ্যা ‌ছি‌লো ১২০, যা ১৯৯১ এ অংশগ্রহ‌নের দ্বিগুণ। ২০১৮ এর ফিফা বিশ্বকাপ হ‌তে চ‌লে‌ছে ২১তম অাসর। এবা‌রের আয়োজক দেশ রা‌শিয়া। ১৪ জুন থে‌কে ১৫ জুলাই পর্যন্ত অনু‌ষ্ঠিত হ‌বে এ অাসর। এবা‌রে অংশ নে‌বে ৩২ টি দল। রা‌শিয়ার ১১টি ভিন্ন শহ‌রের ১২ টি ভেনু‌তে খেলা অনু‌ষ্ঠিত হ‌বে। ২০০৬ এর জার্মানীর টুর্না‌মে‌ন্টের পর এটিই হ‌বে ইউরো‌পের প্রথম টুর্না‌মেন্ট, অার পূর্ব ইউরো‌পের সর্বপ্রথম। খেলার অর্থপুরস্কা‌রের প‌রিমাণ হ‌লো: চ্যা‌ম্পিয়ন টিম পা‌বে ৩৮ মি‌লিয়ন ইউএস ডলার। রানার্সঅাপ দল পা‌বে ২৮ মি‌লিয়ন ইউএস ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পা‌বে ২৪ মি‌লিয়ন ইউএস ডলার। চতুর্থ স্থান অর্জনকারী দল পা‌বে ২২ মি‌লিয়ন ইউএস ডলার।৫ম থে‌কে ৮ম স্থান অর্জনকারীরা পা‌বে ১৬ মি‌লিয়ন ইউএস ডলার। ৯ম থে‌কে ১৬ তম স্থান অর্জনকারী দল পা‌বে ১২ মি‌লিয়ন ইউএস ডলার। ১৭ থে‌কে ৩২ তম স্থান অর্জনকারী দল পা‌বে ৮ মি‌লিয়ন ইউএস ডলার। সব মি‌লি‌য়ে প্রায় ৪০০ মি‌লিয়ন ইউএস ডলা‌রের পুরস্কার অর্থ র‌য়ে‌ছে।

তথ্যসূত্র : উইকি‌পি‌ডিয়া

জান্নাত হোসাইন

Recommended For You

Leave a Reply

Your email address will not be published.