ব্লু হোয়েল নামে এই মরণ খেলাটি বুদাইকিন নামে একজন রাশিয়ান ২০১৩ সালে চালু করে। এটি বিভিন্ন নামে পরিচিত যেমন : ‘ Wake up at 4.20 am ‘ , ‘F57’ ইত্যাদি । এই গেম এ ৫০ টি ধাপ শেষ করতে হয়। চলুন ধাপ গুলো কি কি জানি , কৌতূহল মিটাই এবং এর থেকে দূরে থাকি ।
১। নিজের হাত কেটে ‘F57’ লিখে এর ছবি কিউরেটর কে পাঠাতে হবে।
২। ভোর ৪.২০ এ উঠে কিউরেটরের পাঠানো ভয়ংকর ছবি ও ভিডিও দেখতে হবে।
৩। শিরাসহ হাত কেটে ছবি কিউরেটর কে পাঠাতে হবে।
৪। কাগজে তিমির ছবি এঁকে কিউরেটরকে পাঠাতে হবে।
৫। এ পর্যায়ে হোয়েল হতে রাজি থাকলে হাত কেটে YES লিখতে হবে নাহলে নিজেকে আঘাত করে শাস্তি দিতে হবে।
৬। একটি ধাঁধাঁ সমাধান করতে হবে।
৭। হাত কেটে F40 লিখে ছবি পাঠাতে হবে।
৮। VKONTAKTE ( একটি রাশিয়ান সোশ্যাল নেট ওয়ার্কসাইট) তে স্ট্যাটাস দিতে হবে #i_am_whale ।
৯। নিজের ভয় কে দূর করতে হবে ।
১০। ভোর ৪টায় উঠে যথাসম্ভব উঁচু ছাদে যেতে হবে।
১১। হাত কেটে তিমি এঁকে ছবি পাঠাতে হবে।
১২। সারাদিন মন বিভ্রান্তকর ও ভয়ংকর ভিডিও দেখতে হবে ।
১৩। কিউরেটরের পাঠানো গান শুনতে হবে।
১৪। ঠোঁট কাটতে হবে ।
১৫। সুঁই দিয়ে হাত ফুটো করতে হবে ।
১৬। নিজেকে আঘাত করে অসুস্থ করেতুলতে হবে।
১৭ । যতটা উঁচু সম্ভব ছাদে উঠে তার কিনারায় বসে থাকতে হবে।
১৮। কোন উঁচু সেতুর কিনারায় গিয়ে দাঁড়াতে হবে।
১৯। ক্রেন বেঁয়ে উপরে উঠার চেষ্টা করতে হবে।
২০। কিউরেটর এ পর্যায়ে যাচাই করবে খেলোয়াড় বিশ্বাসযোগ্য কিনা ।
২১। আরেকজন ব্লু হোয়েল খেলোয়াড়ের সাথে স্কাইপিতে কথা বলতে হবে।
২২। ছাদের কিনারায় বসে পা নাচাতে হবে।
২৩। আরেকটি ধাঁধাঁ সমাধান করতে হবে।
২৪। একটি গোপন কাজ করতে হবে কিউরেটরের নির্দেশে যা একেকজনের জন্য একেক রকম হবে।
২৫। আরেকজন খেলোয়াড়ের সাথে সামনাসামনি দেখা করতে হবে।
২৬। কিউরেটর মৃত্যুর দিন ঠিক করে দিবে এবং তা মেনে নিতে হবে।
২৭। ভোর ৪.২০ এ উঠে রেল লাইন দিয়ে হাঁটতে হবে।
২৮। একদিন সারাদিন কারো সাথে কথা বলা যাবেনা।
২৯। প্রতিজ্ঞা করতে হবে যে তুমি একজন হোয়েল।
৩০। প্রতিদিন ভোর ৪.২০ এ উঠে কিউরেট এর পাঠানো ভয়ংকর গান শুনতে হবে, ভিডিও দেখতে হবে এবং একজন হোয়েল সাথে কথা বলতে হবে। সেই সাথে শরীর ধারালো কিছু দিয়ে কাটতে হবে।
৩১ থেকে ৪৯ তম ধাপ পর্যন্ত এই একই কাজ করতে হবে প্রতিদিন
৫০। সর্বশেষ ধাপে উঁচু দালান থেকে ঝাঁপিয়ে পরে আত্মহত্যা করতে হবে।
এই তালিকা দেখলেই বোঝা যায় কিভাবে আস্তে আস্তে কাউকে ব্রেনওয়াশ করা হচ্ছে। গেমটি সম্পর্কে আর জানতে আমাদের সাথে থাকুন ।