Sponser

সি‌ক্রেট সোসাই‌টি ও ইলু‌মিনা‌টি

বিচিত্র পৃথিবী
PUBLISHED: August 13, 2018

“সি‌ক্রেট সোসাই‌টি ও ইলু‌মিনা‌টি” ১৭৭৬ সা‌লের ১মে, ব্যভা‌রিয়া‌তে অ্যাডাম ওয়েইশপ্ট “ইলু‌মিনা‌টি” না‌মে এক গোপন সংগঠন প্র‌তিষ্ঠা ক‌রেন। ইলু‌মিনা‌টি শব্দ‌টির অর্থ হ‌লো যারা কোন বি‌শেষ বিষ‌য়ে অা‌লো‌কিত বা জ্ঞানার্জ‌নের দাবী ক‌রে অথবা ধর্মীয় বিষ‌য়ে বি‌শেষ জ্ঞানসম্পন্ন কোন লোক। অ্যাডাম ওয়েইশপ্ট একজন জেসুইট ছি‌লেন। প‌রে ব্যভা‌রিয়া‌তে ইং‌গোলসতাদ বিশ্ব‌বিদ্যাল‌য়ে খ্রিস্টান ধর্মীয় বি‌ষ‌য়ে শিক্ষক হি‌সে‌বে যোগ দেন। পরবর্তী‌তে তার হা‌তেই এই সংগঠনটি গ‌ড়ে ওঠে। অ‌নে‌কের ধারণা ইলু‌মিনা‌টি সৃ‌ষ্টির পেছ‌নে মূল ভূ‌মিকা ফ্রিম্যাসন্স‌দের। যারা নি‌জেরা এক‌টি গোপন সংগঠন। ক্যাথ‌লিক খ্রিস্টানরা ম‌নে ক‌রে ইলু‌মিনা‌টিরা ষড়যন্ত্রকারী। অ‌নে‌কের ম‌তে নিউ ওয়ার্ল্ড অর্ডা‌র কন্স‌পি‌রে‌সির পেছ‌নে কলকা‌ঠি নাড়‌ছে এরাই। ড্যান ব্রাউ‌নের এন্জেলস এন্ড ডেমনস উপন্যাস প্রকা‌শের পর সংগঠন‌টি অাবার কিছুটা অা‌লোচনার কেন্দ্র‌বিন্দু‌তে এসে‌ছে। ধারণা করা হয় এদের কাজ হ‌লো বি‌ভিন্ন ধ‌র্মের ধর্মীয় বিষ‌য়ে উস্কা‌নিমুলক কাজ করা। অাবার কেউ কেউ ম‌নে ক‌রে ইলু‌মিনা‌টি পু‌রোই কাল্প‌নিক একটা থিও‌রি। বো‌হে‌মিয়ান ক্লাব: খুবই কম খবর প্রকাশ হবার ফ‌লে এর সম্প‌র্কে অ‌ধিকাং‌শের কোন ধারণা নেই। এ ক্লাব‌টি এক‌টি গোপন সংস্থা। অা‌মে‌রিকার উত্তর ক্যা‌লি‌ফো‌র্নিয়ায় অব‌স্থিত প্রাচীন রেডউড ফ‌রে‌স্টে ২৭০০ একর জায়গা জু‌ড়ে র‌য়ে‌ছে বো‌হে‌মিয়ান গ্রোভ না‌মে এক‌টি এলাকা। যা এই ক্লা‌বের সদস্য‌দের দখ‌লে। কারা এই সদস্য? সদস্য‌দের সম্প‌র্কে জানার অা‌গে সা‌বেক মার্কিন প্রে‌সি‌ডেন্ট রিচার্ড নিক্স‌নের এক‌টি বি‌শেষ উক্তি জানা যাক, ” Anybody can be president of the united states, but very few can ever have any hope of becoming president of the Bohemian club.” ১৮৭৩ সা‌লে এ ক্লাব‌টির প্র‌তিষ্ঠা হয়। পু‌রো বিশ্ব থে‌কে বাছাইকৃত বি‌শেষ ক্ষমতাধর ব্য‌ক্তি‌দের নি‌য়ে গ‌ঠিত, যারা মূলত উচ্চপদস্থ কোন রাজ‌নৈ‌তিক বা ব্যবসা‌য়ী, এরাই এই ইলু‌মিনা‌টি ও ক্লা‌বের সদস্য। প্রভাবশালী‌দের এই all male club এ র‌য়ে‌ছে হ‌লিউড তারকারা, ব্রডও‌য়ে প্র‌ডিউসার, গায়ক, পেইন্টার, এন্টার‌টেইনার এমন অা‌রো অ‌নে‌কে। এ ক্লা‌বের বর্তমান বা সা‌বেক সদস্য‌দের ম‌ধ্যে অা‌ছে জর্জ বুশ, রোনাল্ড রিগ্যান, হেন‌রি কি‌সিন্জার, টম জনসন, ম্যালকম ফোর্বস, মার্ক টো‌য়েন, চা‌র্লি চ্যপ‌লিন, প্রাক্তন বা বর্তমান এফ‌বিঅাই বা সিঅাইএ ডি‌রেক্টররা, অান্তর্জা‌তিক বড় ব্যাংক, বি‌ভিন্ন তেল কোম্পা‌নির মা‌লিকসহ অা‌রো অ‌নেক রুই কাতলা! বর্তমা‌নে এ ক্লা‌বের সদস্য সংখ্যা ১৫০০ । বলা হয়, এই উচ্চপদস্থ অ‌ভিজাত লো‌কেরা দুই সপ্তা‌হের জন্য গর‌মের ছু‌টি কাটা‌তে এখা‌নে অা‌সে। এটি গোপন স্পেশাল সি‌কিউ‌রি‌টি ফোর্স কর্তৃক কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা। সাধারণ কেউ এখা‌নে প্র‌বেশ কর‌তে পা‌রে না। বিখ্যাত কন্স‌পি‌রে‌সি থিও‌রিস্ট এলেক্স জোন্সের গোপ‌নে ধারণকৃত ডকু‌মেন্ট dark secrets inside bohemian grove এবং মাইক হেন‌সে‌নের লেখা bohemian grove : cult of conspiracy বই‌তে বো‌হে‌মিয়ান গ্রো‌ভের কিছু অদ্ভুত তথ্য পাওয়া যায়। তারা দুজনই গোপ‌নে অনুপ্র‌বেশ ক‌রে‌ছি‌লেন এই বো‌হে‌মিয়ান গ্রো‌ভে। তা‌দের প্রদত্ত ত‌থ্যে বে‌রি‌য়ে অা‌সে, গ্রো‌ভের সদস্যরা এক‌টি বি‌শেষ পদ্ধ‌তি‌তে প্রাচীন এক পেঁচা অাকৃ‌তির পাথ‌রের ৪৫ ফুট উচু মূ‌র্তির সাম‌নে উপাসনা ক‌রে। এই মূ‌র্তি‌টির নিজস্ব ইতিহাস ও অর্থ অা‌ছে যা‌কে তারা গড ব‌লে মে‌নে থা‌কে। বলা হয় এখা‌নে জীবন্ত মানুষ পু‌ড়ি‌য়ে উৎসর্গ করা হয়, নারীদের পোশাক প‌রে বি‌শেষ ভা‌বে প্য‌রেড করা হয়, অবাধ সমকা‌মিতাসহ ভয়ানক নিকৃষ্ট কার্যকলাপ করা হয়। এসব তারা অাচার অনুষ্ঠান মে‌নে পালন ক‌রে।

জান্নাত হোসাইন

Recommended For You

Leave a Reply

Your email address will not be published.