সোশ্যাল মিডিয়াতে সবসময়ই কিছুনা কিছু ভাইরাল হয়। সবার টাইম লাইনে তা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে পিছিয়ে থাকেন না সেলিব্রেটিরাও। এরকম একটি চ্যালেঞ্জ চলছে এখন।
তাহলো বালিশ চ্যালেঞ্জ । না এটি বালিশ ছোড়াছড়ির মত নয় বরং এর উল্টো। বালিশ না ছুড়ে তা জড়িয়ে রাখতে হবে গায়ে। বোনাস পার্টটি হল গায়ে আর কিছু থাকবেনা। জী, শুধুমাত্র বালিশটি থাকবে শরীরে।
চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে এই খেলা।


আরো মজার মজার চ্যালেঞ্জ এর কথা জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের সাইট।