আমরা যা পড়ি, যা করি তাই ফ্যাশন। সাধারণত একই এলাকার মানুষের ফ্যাশন একই রকম থাকে। কিন্তু সবসময়ই উল্টো দিকে চলা কিছু মানুষ থাকেই। তাদেরই কেউ কেউ এই ফ্যাশনকে নিয়ে যায় এক আজব এক সীমায়। চলুন দেখে আসি এমনই কিছু পাগলামি।
১। পিছন ফাঁকা জিন্স পেন্ট
এই পেন্ট এর পিছন দিক টা ফাঁকা থাকে। অন্তর্বাস থাকলে ভাল নাহলে কিন্তু বিপদ। গরমে অবশ্য ভাল কাজে দিবে কি বলেন।

২। বগল তলার চুলে রঙ
যদি ও এটা প্রথমে শুরু হয়েছিল সমকামী দের জন্য কিন্তু তা সোশ্যাল মিডিয়ার কল্যাণ্যে তা ছড়িয়ে পরে সারা পৃথিবীতে

৩। থং জীন্স
মোটামোটি একটা জিন্স পেন্ট এর প্রায় সবটুকু কেটে ফেলে দিয়ে তৈরী হয় এই জীন্স। কাজ টা মোটেও সহজ তাই না?

৪। চোখের মণিতে রঙ
শরীরের অনেক স্থানে রঙ করা, আকাআকি করা সোজা কথায় ট্যাটুর কথা আমরা সবাই জানি। কিন্তু কখনই কি ভাবতে পেরেছিলেন চোখেও করা হবে ট্যাটু তাও আবার চোখের মণিতে। যদিও এই ‘’কুল’’ কাজটি করতে গিয়ে অনেকেই তাদের দৃষ্টি শক্তিকে বিপদে ফেলেছেন।
৫। খুড়ো জুতো
ঘোড়ার খুঁড়ের মত দেখতে জুতা। এটা আসলে জুতা মোজা দুটোরই কাজ করবে কি বলেন।

৬। খাঁচা পায়জামা
দেখতে খাঁচার মত হলেও আপনি এতে পাখি পুষতে পারবেন না। পায়জামা হিসাবেও এটা কতটা কার্যকরী তাতেও সন্দেহ আছে।

৭। কাদা জামা
‘’দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভাল’’ এই বিজ্ঞাপনটি আমরা সবাই দেখেছি। বিজ্ঞাপন থেকে এই জামা নাকি এই জামা থেকে বিজ্ঞাপন এই প্রশ্নটি আপনার জন্য থাকলো।


ভাল লাগলে পোস্টটি শেয়ার করুন।